জলঢাকায় ধর্ষণ বিরোধী মানববন্ধন, বিক্ষোভ মিছিলে প্রতিরোধের শ্লোগান

সারাদেশে অব্যাহত ধর্ষণ ও নারী নির্যাতন প্রতিরোধে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে। ‘প্রতিবাদ-প্রতিরোধের এখনই সময়’ এই শ্লোগান নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ কর্মসূচী।

শনিবার, ১০ অক্টোবর সকালে জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে ঐক্যবদ্ধ ছাত্রজনতা’র আহবানে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন সমাজকর্মী ও সঙ্গীত শিল্পী নাজমুল হোসেন সুমন, হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জিয়াউর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নুরজাহান বেগম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, কিছু মানুষ নামক নরপশু সমাজকে কলুষিত করতে নারী নির্যাতন-নারী ধর্ষণ এমনকি হত্যাকান্ড পর্যন্ত ঘটাচ্ছে। যারা এমন কাজে লিপ্ত হচ্ছে অনাগত ভবিষ্যতের কথা ভেবে সরকারের নিকট আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

মানববন্ধন শেষে নাজমুল হোসেন সুমনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

জেএম/রাতদিন