জলঢাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

নীলফামারীর জলঢাকায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শনিবার, ১৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর।

এসময় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভার আগত শিক্ষক-খেলোয়ার ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবকে স্মরণ এবং খেলার মাধ্যমে সুস্থ্য জাতি গঠনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। তাই নতুন প্রজন্মকে বিপথগামী হতে রক্ষা করে সুস্থ্য-সুন্দর জাতি গঠন করতে শিক্ষকদের বিশেষ ভূমিকা রাখতে হবে।’

ac

উপজেলা নির্বাহী অফিসার মো. সুজাউদ্দৌলার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার নূর মোহাম্মদ।

অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম ফেরদৌস, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সহিদ হেসেন রুবেল, জাতীয় পাটি সদস্য সচিব অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, মঞ্জুরুল ইসলাম সিয়াম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন সহকারী শিক্ষা অফিসার আতাউল গনি ওসমানী।

এইচএ/রাতদিন