জলপাইগুড়ির ঐতিহ্যবাহী বিষহরি মন্দির-তিস্তাবুড়ি মূর্তি ভাংচুর

ভারতের জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্রে রাজবাড়ী দীঘিতে প্রতিষ্ঠিত বিষহরি মন্দিরের মূর্তি ও তিস্তাবুড়ি  মূর্তি  ভেঙ্গেছে দুস্কৃতকারীরা। কিছুদিন আগে রাজবাড়ী দীঘি সংস্কারের সময় ওই মূর্তি দুটিরও সংস্কার করা হয়। সাজানো হয় নতুনরুপে।

শুক্রবার, ১৭ মে গভীর রাতে এ ঘটনা ঘটে।

জলপাইগুড়ির সাংসদ বিজয়চন্দ্র বর্মন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সমাজবিরোধীরা এই ঘটনার সাথে যুক্ত থাকতে পারে। সিসি টিভি ফুটেজ দেখে দুস্কৃতকারীদেরকে সনাক্ত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি আরও জানান, এ ব্যাপারে জলপাইগুড়ি থানায় জিডি করা হয়েছে।

তবে সাংসদ বিজয়চন্দ্র বর্মন ওই এলাকার নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির কথা স্বীকার করেন।

জলপাইগুড়ি শহরের সমাজসেবী মানবেন্দ্র রায়, শংকর রায়সহ অন্যান্যরা বলেন, জলপাইগুড়ির রাজ ঐতিহ্যের উপর এই আঘাত মেনে নেয়া হবে না। দ্রুত দোষীদেরকে গ্রেফতার করা না হলে রাজপথে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

জেএম/রাতদিন