জামায়াতের নিবন্ধন বাতিলের শুনানি শিগগিরই : এটর্নি জেনারেল

নিবন্ধন বাতিল করে হাইকোর্ট বিভাগের দেয়া রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর করা আপিলের শুনানি শিগগিরই হবে বলে জানিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম।

রোববার, ১৬ ফেব্রুয়ারি রাজধানীতে সাংবাদিকদের সাথে কথা বলছিলেন তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে যে স্বীকৃতি ছিল সেটা বাতিল হয়ে গেছে হাইকোর্টের রায়ে। এ ব্যাপারে এখন আপিল বিভাগে মামলাটি বিচারাধীন। কাজেই প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন, বিচারাধীন মামলার ব্যাপারে তো কোনো নির্বাহী আদেশ দেয়া যাচ্ছে না। আমরা চেষ্টা করব, এটা তাড়াতাড়ি শুনানি করার জন্য।’

জামায়াতের নিবন্ধনের বিষয়ে মাহবুবে আলম বলেন, ‘বাস্তবতা হলো  রাজনীতি করতে হলে ইলেকশন কমিশন থেকে একটি অনুমতি থাকতে হবে, লাইসেন্স থাকতে হবে। সেই লাইসেন্সটাই বাতিলের জন্য মামলাটি আপিল বিভাগে বিচারাধীন।’

‘আমরা আশা করি, শিগগিরই এটার শুনানির ব্যবস্থা নিতে পারবো। নিবন্ধন যদি বাতিল হয়ে যায় আপনা-আপনি দল বাতিল হয়ে যাবে, তারা রাজনীতি আর করতে পারবে না’- যোগ করে বলেন এটর্নি জেনারেল।

জামায়াত প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কেউ যদি জামায়াতি ভাবধারায় রাজনীতি শুরু করতে চায়, সেটা কি সাধারণ জনগণ বুঝবে না?’ তথ্য সূত্র : বাসস

এইচএ/রাতদিন