‘জুনে এসএসসি, জুলাই- আগস্টে এইচএসসি পরীক্ষা’

আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি পিছিয়ে যাচ্ছে।  করোনাভাইরাস সংক্রমণের কারণে এমন সিদ্ধান্ত নেয়া হচ্ছে  বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

আজ মঙ্গলবার, ২৯ ডিসেম্বর এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এসব তথ্য জানান।

তিনি আরো জানান,  পাঠ্যসূচি কাটছাঁট করে ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত  শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে।  আর কাটছাঁট করা পাঠ্যসূচিতে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুলাই-আগস্টে এই পরীক্ষা নেওয়া হতে পারে।

সাধারণত এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে হয়।  এইচএসসি ও সমমান পরীক্ষা হয় এপ্রিলের শুরুতে।

আরআই/রাতদিন