জুলাইয়ে মার্কিন সফরে যাচ্ছেন ইমরান খান

এই প্রথম ডোনাল্ড ট্রাম্পের মুখোমুখি হবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। জুলাই মাসের ২০ তারিখে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের উদ্দেশ্যে যাবেন ইমরান খান। শনিবার, ২৯ জুন এই খবর প্রকাশিত হয়েছে পাকিস্তানের সংবাদপত্রে।

তবে চলতি জুন মাসে ইমরানের মার্কিন সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু বার্ষিক বাজেট থাকায় পাক প্রধানমন্ত্রীকে সেই সফর পিছিয়ে দিতে হয়েছে।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বৃহস্পতিবার, ২৭ জুন সাংবাদিকদের জানিয়েছেন, ‘ট্রাম্পের সঙ্গে খুব শীঘ্রই মুখোমুখি বসতে চলেছেন ইমরান খান। তার পরই এই খবর সাংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ে বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।’

পাক পররাষ্ট্র মন্ত্রী জানান, ‘এই বৈঠকের আলোচনার মুখ্য বিষয় হবে সন্ত্রাসবাদ। কারণ ট্রাম্প এই সন্ত্রাসবাদ ইস্যুতেই পাকিস্তানের সঙ্গে আমেরিকার সম্পর্ক তলানিতে ঠেকেছে। আফগানিস্তানের সঙ্গে কেমন সম্পর্ক বজায় রাখবে পাকিস্তান, উক্ত বৈঠক থেকে সেই বিষয়েও স্পষ্ট ধারনা উঠে আসবে বলে মত বিশেষজ্ঞদের।’

ট্রাম্প-ইমরান বৈঠকের অপেক্ষার দিকে চেয়ে রয়েছে নয়াদিল্লিও৷ ভারতের আশা, এই বৈঠকে আলোচনার পর দেশে ঘাঁটি গেড়ে থাকা সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যেই অর্থসাহায্য বন্ধ করবে৷

এনএইচ/ রাতদিন