হকিতে জয়ী কালীগঞ্জ

লালমনিরহাটে ৪৮ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের খেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার, ১০ জানুয়ারি প্রতিযোগিতার শুরুতেই হকিতে জিতেছে কালীগঞ্জের তুষভান্ডার আর.এম.এম.পি সরকারি উচ্চ বিদ্যালয়।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। বৃহস্পতিবার বেলা ১১টায় সেখানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: আজিজুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আমিনুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম।

এসময় অন্যানের মধ্যে জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারন সম্পাদক আনিছুর রহমান লাডলা, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোহসেনা বেগম মিনা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আরশাদ আলী, কামরুজ্জামান, শিক্ষক আলমগীর হোসেন, রতন কুমার রায়সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।

তিনদিন ব্যাপি এ প্রতিযোগিতা শেষ হবে আগামি শনিবার। বৃহস্পতিবার প্রথম দিনে হকি প্রতিযোগিতায় তুষভান্ডার আর.এম.এম.পি সরকারি উচ্চ বিদ্যালয় জয়লাভ করেন।

মতামত দিন