টি-২০ তে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ, ভারতকে লক্ষণের হুশিয়ারী

আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সিরিজ। সেই সিরিজের টি-২০ তে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষণ।

তিনি জানান, বাংলাদেশের এই দলটি গত কয়েক বছরে প্রচুর উন্নতি করেছে এবং তাদেরকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। টি-টোয়েন্টি সিরিজে সাকিবরা ভারতের সঙ্গে কঠিন প্রতিদ্বন্দ্বিতা উপহার দেবে বলেও মনে করেন তিনি।

আগামী ৩ নভেম্বর থেকে দিল্লিতে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ।

আসন্ন এই ভারত সফর নিয়ে ভারতের সাবেক তারকা ক্রিকেটার ভিভিএস লক্ষণ বলেছেন, আমি মনে করি বর্তমানের দক্ষিণ আফ্রিকা দলের চেয়েও বাংলাদেশ স্কোয়াড অনেক বেশি অভিজ্ঞ।

ভারতের হয়ে ১৩৪ টেস্ট আর ৮৪টি ওয়ানডে ম্যাচে ২৩টি সেঞ্চুরির সাহায্যে ১১ হাজার ১১৯ রান সংগ্রহ করা লক্ষণ আরও বলেন, বাংলাদেশের অধিকাংশ বড় তারকাই এখন ভালো ফর্মে রয়েছে। তাদেরকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই।

শান্ত/রাতদিন