টি-২০ ফরম্যাটে রোহিত আউট, কোহলি ইন

রেকর্ড ভাঙা গড়াই যেন তার কাজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫২ বলে ৭২ রানের ইনিংস খেলে আরও একটি নতুন রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক এখন এই ভারতীয় অধিনায়ক। এর ফলে শীর্ষে থাকা রোহিত শর্মা নেমে গেলেন দুই নম্বরে।

দেশের হয়ে ৬৬ ইনিংসে ব্যাট করে ৫০.৮৫ গড়ে ২৪৪১ রান করেছেন বিরাট। অন্যদিকে ৮৯ ইনিংস খেলে ২৪৩৪ রান সংগ্রহ করেছেন রোহিত। তার স্বদেশী সতীর্থ রোহিত শর্মাকে টপকে এখন তিনি টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান সংগ্রহকারী।

ম্যাচে রোহিত-বিরাট দুই ক্রিকেটারেরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রাজার সিংহাসনে থাকার সুযোগ ছিল। রান তাড়া করতে নেমে মাত্র ১২ রানে আউট হন ভারতীয় সহঅধিনায়ক।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিরাট ও রোহিতের রানের পার্থক্য মাত্র ৭। বেঙ্গালুরুতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বড় ইনিংস খেলতে পারলেই তাকে টপকে ফের শীর্ষস্থানে উঠে আসবেন তিনি।

শান্ত/রাতদিন