টুইটারের দাবি ‘ভারত শাসিত জম্বু-কাশ্মীর চীনের অংশ’

টুইটার লোকেশন সার্ভিসে ভারত শাসিত জম্বু-কাশ্মীর অঞ্চলকে চীনের অংশ হিসেবে দেখাচ্ছে।বিষয়টি নিয়ে ইন্টারনেট ব্যবহারকারীদের তুমুল বিতর্ক দেখা দিচ্ছে। কিন্তু টুইটার কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

ইন্ডয়িান টাইমস এক প্রতিবেদনে জানায়,ভারতীয় সাংবাদিক নীতিন গোখলে লাদাখের লেহ-র ওয়ার মেমোরিয়াল পরিদর্শনে যান।তিনি সেখান থেকে টুইটারে লাইভ করেন।সে সময় জিও লোকেশন হিসেবে দেখায় লেহ রিপাবলিক অফ চায়না ।ওই সাংবাদকি এই স্ক্রনিশট টুইটারে শেয়ার করেন।

উল্লেখ্য চীনের অংশ হিসেবে দেখানো ভারতীয় ওই লেহ শহর থেকে চার কিলোমিটার দুরে ভারতীয় একটি স্মৃতিসৌধ রয়েছে।ভারত পাকিস্তান যুদ্ধে নিহত জাওয়ানদের প্রতি সম্মান জানাতে এই সৌধটি নির্মাণ করা হয়েছে।লেহ-কার্গি যাওয়ার রাস্তায় এই স্মৃতিসৌধ অবস্থিত।টুইটারে চীনের অংশ হিসেবে এই স্থানকেই দেখানো হচ্ছে।

আর আই /রাতদিন