ট্রাস্ট গঠন করে সব সম্পত্তি দান করলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদ তাঁর স্থাবর-অস্থাবর সব সম্পতি একটি ট্রাস্টে দান করে দিয়েছেন। এর জন্য তিনি একটি ট্রাস্টি বোর্ডও গঠন করে দিয়েছেন। রবিবার বিকাল সোয়া ৪টায় এ ট্রাস্ট গঠন করা হয়।

ট্রাস্টি গঠনের সময় উপস্থিত থাকা জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সাল চিশতি এসব তথ্য জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর...
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-3929264565086846" data-ad-slot="3647344972">

ট্রাস্টি বোর্ড থাকা পাঁচ সদস্য হলেন, হুসেইন মুহাম্মদ এরশাদ, তাঁর ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সহকারী মেজর (অব.) খালেদ আখতার, নিকট আত্মীয় মুকুল ও ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মাদ জাহাঙ্গীর।

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা স্ত্রী রওশন এরশাদ এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ভাই জিএম কাদেরকে বাদ দিয়েই এই ট্রাস্টি গঠন করেছেন ৯০ বছর বয়সী সাবেক এই সামরিক শাসক। বর্তমানে তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছেন। সূত্র : বাংলারিপোর্ট