ঠাকুরগাঁওয়ে হামলার ভয়ে নেতার বাড়িতে বিএনপি’র কাউন্সিল

ঠাকুরগাঁওয়ে বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে দলীয় নেতার বাড়িতে। ১৪৪ ধারা জারি এবং হামলার ভয়ে দলীয় এক নেতার বাড়ীতে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি দুপুরে সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপির এই ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জানা গেছে, কাউন্সিল স্থানীয় দানারহাট ঈদগা মাঠে আয়োজন করার কথা ছিলো। কিন্তু সেখানে একই সময় স্বেচ্ছাসেবক লীগ সভা আয়োজন করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।

এ পরিস্থিতিতে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেখানে উপজেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হামিদ অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের অনুমতি নিয়ে দলীয় বেগুনবাড়ি ইউনিয়ন কাউন্সিল আয়োজন করা হয়। কিন্তু নিদিষ্ট স্থানে বিএনপির দলীয় কাউন্সিল করতে বাধা দেয় পুলিশ। ওই স্থান থেকে (দানারহাট) প্রায় ২ কিলোমিটার দূরে শালেরহাট এলাকায় বিকালে কাউন্সিলের জন্য প্রস্তুতি নেয়া হয়।

তিনি বলেন, সেখানেও বাধা দেয় পুলিশ ও এলাকার একদল সন্ত্রাসী। অবশেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম আজাদের বাড়িতে দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন।