ঠাকুরগাঁওয়ে ‘অজ্ঞাত রোগে’ একই পরিবারের দুজনের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও গ্রামে  অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে দুই দিনে একই পরিবারের দুজনের মৃত্যু হয়েছে। আর অসুস্থ হয়ে  তিনজন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।

জানা গেছে,  সনগাঁও গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী মিনা বেগম (৩৫) গত শুক্রবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। পরদিন শনিবার রাতে বড়ভাই হাজিরুলের স্ত্রী পশিনা বেগম (৪০) অসুস্থ বোধ করলে স্বজনরা তকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেলে আজ রোববার, ২৩ ফেব্রুয়ারি সকালে মারা যান তিনি। এ ঘটনার পর ওই পরিবারের আরও তিনজন অসুস্থ হয়ে পড়লে তাদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে ঠাকুরগাঁও জেলা স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ঘটনার কারণ জানতে ওই গ্রাম পরিদর্শন করেন।

স্বজনরা জানান, হঠাৎ করে অসুস্থ হয়ে চিকিৎসা নেওয়ার আগেই মারা যান মিনা বেগম। পরদিন পশিনা বেগম অসুস্থ হলে চিকিৎসা নিয়ে ভাল হন। পরে বাড়ি আসার পর হাঠৎ মারা যান তিনি। কি হলো আমরা বুঝতে পারছি না।

নিহত মিনা বেগমের মেয়ে তানজিনা আক্তার (১৩), নিহত পশিনা বেগমের শাশুড়ি হাজেরা খাতুন (৫৫) ও আলেয়া আক্তার (৩৫) নামের আরেকজনকে আজ দুপুরে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মো. মাহফুজার রহমান সরকার জানান, এ ঘটনার পর স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ওই গ্রাম পরিদর্শন করেছেন। যায়নি।  আর যারা অসুস্থ হয়ে ভর্তি আছেন তারা বর্তমানে ভাল আছেন বলে জানান তিনি। তবে কী কারণে তারা মারা গেছেন তা নিশ্চিত করতে পারেননি তিনি।

এবি/রাতদিন