ঠাকুরগাঁওয়ে বিজিবির বিরুদ্ধে দায়েরকৃত সেই মামলা আমলে নিলেন আদালত

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বিজিবি’র গুলিতে শিক্ষক-শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে দায়ের করা পৃথক তিনটি মামলা আমলে নিয়েছেন আদালত।

রোববার, ২৪ ফেব্রুয়ারি হরিপুর আমলী আদালতের বিচারক ফারহানা খান মামলা আমলে নিয়ে আগামী ৬ মার্চ পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে বুধবার, ২০ ফেব্রুয়ারি দুপুরে ঠাকুরগাঁও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ফারহানা খানের আদালতে মামলাগুলো দায়ের করা হয়েছিল।

মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদসহ বিজিবি ৬ সদস্যের নাম উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, গুলিতে নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই মো. বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম মামলা পৃথকভাবে মামলা তিনটি দায়ের করেন।

মামলার বাদীরা অভিযোগ করে বলেন, থানা মামলা না নেওয়ায় তারা আদালতের আশ্রয় নিয়েছেন।

গত ১২ ফেব্রুয়ারি হরিপুরে গরু আটককে কেন্দ্র করে বিজিবির গুলিতে প্রাণ হারান তিনজন।

এবি/রাতদিন