ডেঙ্গুকে গুজব বলে উড়িয়ে দিচ্ছে সরকার : লালমনিরহাটে ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডেঙ্গু নিয়ে সরকার কিছুই করতে পারছেনা উল্টো গুজব বলে উড়িয়ে দিচ্ছে। অথচ ২জন চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শত শত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

আজ শনিবার, ২৭ জুলাই সকালে বিএনপি মহাসচিব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার তিস্তানদী তীরবর্তি পারুলিয়া গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন।

তিনি প্রশ্ন করে বলেন, ছেলে ধরার কারণ কী ? দেশে আইন নেই, পুলিশ নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করলে সেই সমাজে এসব ঘটবেই।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, সরকার জনগনকে মারছে আর বিএনপিকে গ্রেফতার করছে, তাহলে ক্রিমিনালদের ধরবে কখন? সময় থাকতে পার্লামেন্ট ভেঙ্গে দিয়ে নুতন নির্বাচন দিন এবং খালেদা জিয়ার মুক্তি দিন।

এসময় দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগাঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু, কেন্দ্রিয় নেতা ব্যারিষ্টার হাসান রাজীব প্রধানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে দুপুরে জেলার আদিতমারী উপজেলার মহিষখোঁচা ইউনিয়নে ও সদর উপজেলার কুলাঘাটে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন বিএনপি মহাসচিব।

এদিন প্রায় তিনহাজার দূর্গতদের মধ্যে চাল, ডাল, তেল সহ শুকনা খাবার বিতরণ ও ফ্রি-মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়।