ডেঙ্গু নিয়ে রাজনীতি নয়, দ্রুত মানুষকে বাঁচানোর ব্যবস্থা নেওয়া উচিত : ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ঢাকার দুই সিটি কর্পোরেশন ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থই হয়নি তারা ডেঙ্গু নিয়ে যে ধরনের কথাবার্তা বলেছে এগুলো অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং ক্ষমার অযোগ্য।’

আজ শুক্রবার, ২ আগষ্ট সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. ফরহাদ হালিম ডোনারকে দেখতে গিয়ে সাংবাদিকদের এসব বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা মনে করি অবিলম্বে জরুরি অবস্থা ঘোষণা করে জরুরিভিত্তিতে এই সমস্ত সমস্যার সমাধান করা দরকার। যুদ্ধকালীন অবস্থার মতো করা দরকার, এখন সময় খুব কম। এরই মধ্যে যা ছড়িয়ে পড়েছে এর জন্য প্রতিটা পরিবার এখন দুশ্চিন্তার মধ্যে আছে।’

তিনি বলেন, ‘আমরা মনে করি যেভাবেই হোক ডেঙ্গু নিয়ে রাজনীতি না করে দ্রুত মানুষকে বাঁচানোর জন্য ব্যবস্থা নেওয়া উচিত। দুর্ভাগ্যক্রমে সারা দেশে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। আমরা লক্ষ্য করেছি ঢাকার দুই সিটি করপোরশেন এবং সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের চরম অবহেলায় ডেঙ্গু আজ ব্যাপক আকার ধারণ করেছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশের ৬৪ জেলাতেই ডেঙ্গু রোগ ছড়িয়ে গেছে। এর বিস্তারটা রোধ না করতে পারলে ভয়াবহ রূপ ধারণ করবে। ডেঙ্গুর যে বিস্তার ঘটেছে এটা প্রতিরোধ করার জন্য যে ওষুধ দরকার তা এখনো এসে পৌঁছায়নি। এখন যেটা করা হচ্ছে এটা একেবারেই ইফেক্টিভ নয়। চিকিৎসার জন্য যে ব্যবস্থাগুলো করা দরকার তা কিন্তু পুরোপুরিভাবে হচ্ছে না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের উচিত হবে আর কালবিলম্ব না করে চিকিৎসকদের পরামর্শ এবং সবার সহযোগিতা নিয়ে ডেঙ্গু মোকাবিলায় কাজ করা।’

এইচএ/রাতদিন