ডোমারে টেলিভিশন দেখতে বারণ করায় বিষপানে স্কুলছাত্রীর আত্মহত্যা

টেলিভিশন দেখতে নিষেধ করায় নীলফামারীর ডোমারে এক স্কুলছাত্রী বিষপান করে আত্মহত্যা করেছেন।  শুক্রবার, ৩০ আগস্ট রাতে পৌরসভার ছোটরাউতা গ্রামের সওদাগড় পাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত উম্মে কুলছুম ওই পাড়ার মো. সাজ্জু রহমানের মেয়ে। তিনি ডোমার বালিকা বিদ্যানিকেতনে (সরলা) দশম শ্রেণির ছাত্রী ছিলেন।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, রাতে ছোট বোনকে নিয়ে বাড়িতে টেলিভিশন দেখছিলেন কুলছুম। সামনে পরীক্ষা থাকায় মা মেয়েকে টেলিভিশন বন্ধ করে লেখাপড়া করার জন্য বকাঝকা করেন।

এতে অভিমান করে ঘরে থাকা ইঁদুর মারার বিষ পান করে কুলছুম। বিষের গন্ধ পেয়ে বাড়ির লোক ঘরে ঢুকেন। তার অবস্থা বেগতিক দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান কুলছুম।

জেএম/রাতদিন