ঢাকাসহ ৪ জেলায় নতুন আক্রান্ত ৪১, মৃত বেড়ে ১৭

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এদের প্রায় অর্ধেকই রাজধানী ঢাকার। দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকার পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ জেলা।

আজ মঙ্গলবার, ৭ এপ্রিল বেলা ২টায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

তিনি বলেন, করোনায় দেশে আরও পাঁচজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। নতুন ৪১ জনসহ মোট আক্রান্ত হয়েছেন ১৬৪ জন।

আইইডিসিআর পরিচালক জানান, মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ আর একজন নারী। তাদের মধ্যে ঢাকায় মারা গেছেন দুজন। ঢাকার বাইরে মারা গেছেন তিনজন।

তিনি জানান, নতুন আক্রান্ত ৪১ জনের মধ্যে ২৮ জন পুরুষ আর ১৩ জন নারী। আক্রান্তদের ২০ জন ঢাকার। আর ১৫ জন নারায়ণগঞ্জের। এছাড়া কুমিল্লা, চট্টগ্রাম আর ঢাকার কেরানীগঞ্জে একজন করে আক্রান্ত হয়েছেন।

মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন করে কেউ করোনামুক্ত হননি। ফলে সুস্থ হওয়ার সংখ্যা ৩৩ জনই রয়েছে।

এবি/রাতদিন