ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাস

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে রিভা গাঙ্গুলি দাসকে নিয়োগ দিয়েছে ভারত সরকার। অন্যদিকে বর্তমান হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা যুক্তরাষ্ট্রে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল জানিয়েছে, নতুন হাইকমিশনার ও রাষ্ট্রদূত শিগগিরই তাঁদের নতুন দায়িত্ব গ্রহণ করবেন। রিভা গাঙ্গুলি দাস ভারতের পররাষ্ট্র সার্ভিসের ১৯৮৬ সালের ব্যাচের কূটনীতিক। তিনি বর্তমানে ‘ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের (আইসিসিআর)’ মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ঢাকায় ভারতীয় হাইকমিশনে সাংস্কৃতিক শাখার প্রধান এবং রুমানিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে হর্ষ বর্ধন শ্রিংলা ভারতীয় ফরেন সার্ভিসের ১৯৮৪ সালের ব্যাচের কূটনীতিক। ৩৪ বছরের বর্ণাঢ্য কর্মজীবনে শ্রিংলা বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ওয়াশিংটনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নবতেজ সরনার স্থলাভিষিক্ত হবেন। নবতেজ সরনা এ বছরই অবসরে যাচ্ছেন।

মতামত দিন