তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী হাতীবান্ধা আসছেন আজ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশ-তুরস্ক কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শুভ উদ্বোধন হতে যাচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক।

আজ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি জেলার বড়খাতায় সন্ধ্যা ৬ টায় এই উদ্বোধনী অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে বড়খাতা কলেজে সন্ধ্যা সাড়ে ৬টায় এক  আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, লালমননিরহাট-১ আসনের সাংসদ মোতাহার হোসেন ও বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত।

এছাড়াও জেলা আ.লীগ সাধারণ সম্পাদক মতিয়ার রহমান, জেলা প্রশাসক, পুলিশ সুপার, ইউএনও, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানসহ স্থানীয় সুধীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

অনুষ্ঠানের সমন্বয়ক আলোকিত বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক কম্পিউটার প্রকৌশলী ইফতেখার হোসেন মাসুদ জানান, এ অঞ্চলের শিক্ষিত ও স্বল্প শিক্ষিত নারী-পুরুষদের কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করছে। প্রশিক্ষণের দ্বারা দক্ষ জনশক্তি তৈরীর মাধ্যমে তাদেরকে স্বাবলম্বী করে তোলাই আমাদের উদ্দেশ্য।

তিনি জানান, উদ্বোধনের পর এর কার্যক্রম পুরোদমে চালু হবে।

জেএম/রাতদিন