তারেকসহ পলাতক আসামিদের দেশে এনে সাজা কার্যকর করা হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মামলা চলমান থাকায় এখনই জামায়াতকে নিষিদ্ধ করা হচ্ছে না। এই দলকে নিষিদ্ধ করতে আদালতের রায় পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। আশা করি, কোর্টের রায় খুব শীঘ্রই হবে। তখন জামায়াত রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হবে।’

প্রধানমন্ত্রী বুধবার,৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এসব কথা বলেন। এ সময় তিনি তারেক রহমানসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের আশাবাদও ব্যক্ত করেন।

শেখ হাসিনা বলেন, ‘যারা মানিলন্ডারিং করেছে, এতিমের অর্থ আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, যারা অপরাধী, মানুষ খুন করেছে,মামলায় যারা সাজাপ্রাপ্ত, যারা বিদেশে পালিয়ে আছে, পলাতক আসামিদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের আলোচনা চলছে। আমি বিশ্বাস করি, আমরা তাদের ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে পারব।’

প্রধানমন্ত্রী সংসদে বলেন, ‘শর্ত পূরণ করতে পারেনি  বলে নির্বাচন কমিশন জামায়াতের নিবন্ধন বাতিল করেছে। এখন তাদের রাজনীতি নিষিদ্ধ করার একটা মামলা কোর্টে রয়ে গেছে। এই মামলার রায় যতক্ষণ হবেনা ততক্ষন বোধ হয় আমরা কোনো কিছু করতে পারি না। আমি আশা করি, কোর্টের রায় খুব শীঘ্রই যদি হয়ে যায় তাহলে জামায়াত দল হিসেবে নিষিদ্ধ হবে।’

এসকে/৬.২.২০১৯