তিস্তার বাম তীরে বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, বন্যা দূর্গত এলাকায় ত্রানের কোনো সংকট নেই। সরকার বন্যার্ত মানুষের পাশে রয়েছে।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়ন পরিষদ মাঠে বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার, ১ আগষ্ট সেখানে ৬০০ বন্যাদুর্গত মানুষকে ত্রাণসামগ্রী এবং নদী ভাঙ্গনের শিকার ৪০ পরিবারের প্রতিটিকে এক বান্ডিল ঢেউটিন ও তিন হাজার টাকার চেক প্রদান করা হয়।

মন্ত্রী বলেন, ‘তিস্তার বাম তীরে স্থায়ী বাঁধ নির্মাণে প্রধানমন্ত্রী ইতোমধ্যে নির্দেশনা দিয়েছেন। ওই নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হবে।’

নুরুজ্জামান আহমেদ আরও বলেন, ‘জনগনের কাছে প্রত্যাখ্যাত হয়ে জামাত- বিএনপি মানুষকে বিভ্রান্ত করে গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্টের অপচেষ্টা করছে। তাদেরকে এখনই প্রতিহত করতে হবে।’

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলামের সভাপতিত্বে ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজামান আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, ওসি আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহম্মেদ, ভোটমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহাদুল হোসেন চৌধুরী প্রমূখ।

এইচএ/রাতদিন