তিস্তার ভাঙনরোধে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

তিস্তার ভাঙনরোধে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। তবে করোনা পরিস্থিতির কারণে তা বাস্তবায়নে বিলম্বিত হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

মন্ত্রী আজ মঙ্গলবার, ৭ জুলাই দুপুরে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তাতীরবর্তি কুঠিরপাড় এলাকায় নদীতীরে জিওব্যাগ স্থাপন কাজের উদ্বোধনকালে এ কথা বলেন।

উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সূধী সমাবেশে অন্যানন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনসুর উদ্দিন,র্ র(পাউবো) নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম ও মহিষখোচা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোছাদ্দেক হোসেন চৌধুরী প্রমুখ।

পানি উন্নয়ন বোর্ড জানায়, তিস্তার ভাঙন ঠেকাতে মহিষখোচা ইউনিয়নের কুঠিরপাড়, গোবর্দ্ধন ও চন্ডিমারীর ৩৮০ মিটার এলাকায় ১৬ হাজার জিওব্যাগ স্থাপন করা হবে ।

এবি/রাতদিন