তুষভান্ডারে ফুটবল টুর্নামেন্ট

‘খেলার জগতে থাকি, মাদককে না বলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডারে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। কালীগঞ্জ উপজেলা খেলোয়াড় কল্যান সমিতির আয়োজনে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার, ২৬ আগস্ট বিকেলে তুষভান্ডার আর.এম.এম.পি সরকারী উচ্চবিদ্যালয় খেলার মাঠে এই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়।

টুর্নামেন্টে লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি দল অংশ নিচ্ছে।

উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজিত টুর্নামেন্টের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ।

এতে সভাপতিত্ব করেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সাংবাদিক আনিছুর রহমান লাডলা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, থানা অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন ও তুষভান্ডার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর ইসলাম আহমেদ।

অন্যানের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাবিউল ইসলাম, জালাল উদ্দিন আরিফ, গোলাম মোর্শেদ জামিল মুন্না, তিতাস আলম ও জাকারিয়া তুহিন।

উদ্বোধনী খেলায় বানিনগর বঙ্গবন্ধু স্পোর্টিং ক্লাব ৩ -০  গোলে গজঘন্টা স্পোর্টিং ক্লাবকে হারায়।

পরবর্তী খেলাটি অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট বিকেল চারটায়। ওইদিন বড়বিল মন্থনা ফুটবল একাডেমী মুখোমুখি হবে কাকিনা গ্যালাক্সি স্পোটিং ক্লাবের।