‘থার্টি ফার্স্ট নাইটে’ উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না

‘থার্টি ফার্স্ট নাইটে’ উন্মুক্ত স্থানে অনুষ্ঠান করা যাবে না। এ উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে রংপুর। আতশবাজি, পটকাসহ খোলা আকাশের নিচে সকল অনুষ্ঠান নিষেধ করা হয়েছে।

মঙ্গলবার, ৩১ ডিসেম্বর দুপুরে রংপুর মেট্টোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার আব্দুল আলীম মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি আরো বলেন, দিবসটি উপলক্ষে রংপুর মেট্টোপলিটন এলাকায় কঠোর নিরাপত্তা ব্যাবস্থা নেওয়া হয়েছে। পোশাকধারী পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোষাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন করা হয়েছে। কোথাও যেন কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে লক্ষ রাখা হবে।

আব্দুল আলীম মাহমুদ আরো বলেন, সকল আয়োজন নিষিদ্ধ থাকবে। এছাড়াও সাধারণ মানুষের সচেতনতার জন্য গনবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।