দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম- আঙ্গরপোতা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এসময় আহত অপর এক বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ।

বাবুল হোসেন কালু (৪২) নামের নিহত ওই ব্যক্তি নীলফামারী জেলার ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের  নুর মোহাম্মদের ছেলে। এ ঘটনায় আহতাবস্থায় একই উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের ঝারশিংহের গোলজার হোসেনের ছেলে সাইফুল ইসলামকে (২০) আটক করা হয়েছে।

বিজিবি ও সীমান্ত সূত্র জানা গেছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪ টার দিকে সীমান্তের ডিএমপি ৩ নম্বর পিলারের নিকট দিয়ে বেশ কয়েকজন রাখাল অবৈধভাবে গরু পারাপার করতে থাকে।

এ সময় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা তাদেরকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। ওই গুলিতে ঘটনাস্থলে বাবুল হোসেন কালু (৪২) নিহত হয়। ওই ঘটনায় আহত সাইফুল ইসলাম কে আটক করে ধরে নিয়ে যায় বিএসএফ। 

৫১ বিজিবি পানবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

এনএইচ/রাতদিন