দাড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা খেয়ে শালা-দুলাভাই’র মৃত্যু, ব্যাগে ২২ বোতল ফেন্সিডিল

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় নিহত সেই শালা-দুলাভাইয়ের ব্যাগে মিলেছে ২২ বোতল ফেনসিডিল।

আজ রোববার, ২০ মার্চ ভোরে দিনাজপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের কাউগাঁ রাজাপুকুর এলাকায় সড়কে ছিটকে পড়ে নিহত হন শালা-দুলাভাই।

নিহতরা হলেন- শহরের বড়বন্দর এলাকার ২৩ বছর বয়সী আনোয়ারুল ইসলাম কৃষন মজুমদার ও তার শালা ২২ বছরের নজরুল ইসলাম।

স্থানীয়রা জানায়, ভোরে মোটরসাইকেলে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন শালা-দুলাভাই। কাউগাঁ রাজাপুকুর এলাকায় একটি ট্রাককে সাইড দিতে গিয়ে মহাসড়কের ওপর দাঁড়িয়ে থাকা দুর্ঘটনাকবলিত আরেকটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে দুজনই নিহত হন।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, তাদের মরদেহ উদ্ধারে গিয়ে ২২ বোতল ফেনসিডিলও উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।