দিনাজপুরের তিন নদী খনন হবে, নদীর দুপাশে হবে রাস্তা : নৌ প্রতিমন্ত্রী

দিনাজপুরের তিন নদ-নদী আত্রাই, পুনর্ভবা ও তুলাই খনন করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সেগুলো ১০০ বছরের বেশি সময় ধরে খনন করা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘এ কারণে দুই বছর আগের ভয়াবহ বন্যায় ডুবে যায় দিনাজপুর।’

শনিবার, ২৪ ফেব্রুয়ারি বিকেলে দিনাজপুরের বিরল উপজেলার ঢেরাপাটিয়া উচ্চবিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘আত্রাই, পুনর্ভবা ও তুলাই নদীর উৎপত্তিস্থল থেকে শুরু করে শেষ পর্যন্ত খনন করা হবে। এর সাথে নদীর দুপাশে রাস্তা নির্মাণ হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবির, ওসি এ টি এম গোলাম রসুল, পৌর মেয়র সবুজার সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ লতিফ ও সাধারণ সম্পাদক এ কে এম মোস্তাফিজুর রহমান।

এবি/রাতদিন