দিনাজপুরের ১৪ নেতাকে বিএনপি থেকে বহিস্কার

দলের সিদ্ধান্ত না মেনে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় আরও ১৮ জনকে বহিষ্কার করেছে বিএনপি। তারা দেশের বিভিন্ন উপজেলায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।  

শনিবার, ১৬ মার্চ বিএনপির সহ-দফতর সম্পাদক মো. তাইফুল ইসলাম টিপুর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বহিস্কৃত ওই ১৮ জনের মধ্যে ১৪ নেতাই হচ্ছেন দিনাজপুর জেলার।

তাঁরা হলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য এবং পার্বতীপুর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সাহিদা খাতুন, ফুলবাড়ী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হাসনা বেগম, বিরামপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর রশিদ রতন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম বানু ও বিরামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই।

নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি লিপি বেগম, উপজেলা বিএনপি ও উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিক শাবানা বেগম।

জেলা বিএনপির সদস্য ও কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হবিবর রহমান হবি, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফিরোজা বেগম সোনা।

খানসামা উপজেলা বিএনপির সদস্য এটিএম সুজাউদ্দিন শাহ লুহিন, হাকিমপুর উপজেলা মহিলা দলের সভাপতি ও জেলা মহিলা দলের সহ সভাপতি পারুল নাহার, জেলা মহিলা দলের সদস্য আক্তারা চৌধুরী, হাকিমপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ওয়াহেদুর রহমান রিপন।

তাদেরকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এবি/রাতদিন