দিনাজপুরে কালবৈশাখী ঝড়ে ধসে পড়লো দেয়াল, প্রাণ গেল কিশোরীর

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় উম্মে কুলসুম (১৩) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। কালবৈশাখী ঝড়ে ঘরের দেয়াল ধসে মারা যায় কুলসুম।

মঙ্গলবার, ২৬ এপ্রিল রাত ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে এই ঘটনা ঘটে। কুলসুম ওই গ্রামের শওকত আলীর মেয়ে।

স্থানীয়রা জানায়, রাতের খাবার শেষে ঘুমাতে যায় কুলসুম। হঠাৎ কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হলে ঘরের টিন উড়ে গিয়ে দেয়াল ধসে তার গায়ে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যায় কুলসুম।

রাতে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর, খাগড়াবন্ধ ও মৌলভী পাড়াসহ বেশ কয়েকটি গ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে বেশকিছু ঘরবাড়ি ভেঙে পড়েছে। নুয়ে পড়েছে ধানসহ বিভিন্ন ফসলের গাছ।

রাতে ঝড়ের পর ওইসব এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল ও পার্বতীর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইমাম জাফর।

ওসি জানান, ‌ঝড়ের সময়ে ঘরের দেয়াল চাপা পড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার লাশ উদ্ধার করা হয়েছে।