দিনাজপুরে চালকরাই বন্ধ করে দিলেন বাস চলাচল

দিনাজপুরে বেশিরভাগ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। নতুন সড়ক পরিবহন আইন-২০১৮ সংশোধনের দাবিতে এই সিদ্ধান্ত নেয় চালকরা। তারা জানিয়েছেন, নতুন আইন সংশোধন করা না হলে গাড়ি চালাবেন না তারা।

শনিবার, ২৩ নভেম্বর সকাল থেকেই জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ ছিল।

এর আগে গত শুক্রবার সকাল থেকেই বাস চালকরা জেলার বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ করে দেয়। তবে এটি কোনো সাংগঠনিক সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

চালকরা জানান, যে কোনো দূর্ঘটনার জন্য চালকরা একা দায়ী নয়। দূর্ঘটনার জন্য সচেতনতার বিকল্প নেই, তাই যে আইনটি করা হয়েছে তা সংশোধনের প্রয়োজন রয়েছে।

চালক সফিকুল ইসলাম জানান, আমরা মূলত জীবিকার চাহিদায় এই পেশায় এসেছি। এমনিতেই পেশাটি ঝুঁকিপূর্ণ, তার উপর যে আইনটি করা হয়েছে তা আমাদের জন্য আরও ঝুঁকিপূর্ণ। যদি এই আইনটি কার্যকর হয় তাহলে আমাদেরকে এই পেশা ত্যাগ করে অন্য পেশায় যেতে হবে।

তবে দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জানান, এটি সংগঠনের সিদ্ধান্ত না। কিছু চালক নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছে।