দিনাজপুরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা

উত্তরের জেলা দিনাজপুরে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা আজ সারাদেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা। এছাড়া দিনাজপুরে বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ।

তিনি আরও বলেন, দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, যশোর, রাজশাহী, পাবনা, নওগাঁ, চুয়াডাঙ্গা, শ্রীমঙ্গলসহ দেশের আরও কিছু কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। শৈত্যপ্রবাহটি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও তিনি বলেন।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেতুলিয়ায় রেকর্ড করা হয় ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, চুয়াডাঙ্গায় ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৯ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে ৯ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, নীলফামারীর সৈয়দপুরে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, নওগাঁর বদলগাছিতে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, শ্রীমঙ্গলে ১০ ডিগ্রি সেলসিয়াস এবং যশোরে ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

এনএ/রাতদিন

মতামত দিন