দিনাজপুরে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরের ফুলবাড়ীতে রমনী চন্দ্র রায়(৭০) নামের একজন মুক্তিযোদ্ধা আত্নহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। তিনি পুলিশের  অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন।

আজ রোববার, ২১ জুন সকালে নিজ গ্রামের একটি ফাঁকা মাঠের আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

রমনী চন্দ্র রায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং দেশ স্বাধীনের পর পুলিশ বাহিনীতে যোগদান করে সহকারী উপপরিদর্শক (এএসআই) পদ থেকে অবসর গ্রহণ করেন।

প্রতিবেশীরা জানান, রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে বের হয়ে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। সকালে গ্রামের লোকজন মাঠে গিয়ে আম গাছে তার লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়।

এলাকাবাসী জানান, তিনি সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা একজন বীর মুক্তিযোদ্ধা এবং একজন অবসরপ্রাপ্ত এএসআই।

ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) মো. মাহমুদুল হাসান বলেন, ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ও সন্দেহ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

পরে আজ রোববার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

এবি/রাতদিন