দিনাজপুর শিক্ষাবোর্ডে এগিয়ে মেয়েরা, পাসের হার ৯২দশমিক ৪৩

২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডে পাসের হার ৯২ দশমিক ৪৩। এছাড়া জিপিএ ফাইভ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী।

আজ রোববার, ১৩ ফেব্রুয়ারি দুপুরে দিনাজপুর শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর এইচএসসি পরীক্ষায় ১ লাখ ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে পাস করেছে ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাসের হার ও জিপিএ ফাইভে এগিয়ে। ছাত্রীদের পাসের হার ৯৪ দশমিক ১০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৯০ দশমিক ৭৪ শতাংশ। জিপিএ ৫ পেয়েছে ৮ হাজার ১১৭ জন ছাত্রী ও ৭ হাজার ২৩২ জন ছাত্র।

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৫৩টি কলেজে শতভাগ পাস, দুটি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান , এ বছর পরীক্ষার্থীরা চাপমুক্ত ছিল। মাত্র তিনটি বিষয়ে পরীক্ষা হয়েছে । এ কারণে পাসের হার বেড়েছে। সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষা গ্রহণ, ফলাফল তৈরি ও প্রকাশ করা হয়েছে।