দুর্গাপুজায় শনিবার থেকে বুড়িমারীতে আমদানী-রপ্তানি বন্ধ

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল কার্যক্রম অব্যাহত থাকবে।

জানা গেছে ,শারদীয় দূর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরের ওপারে ভারতীয় চ্যাংরাবান্ধা এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিজ্ঞপ্তিতে ০৫ অক্টোবর শনিবার থেকে ১০ অক্টোবর বৃহস্পতিবার পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস্ ও আমদানি- রফতানিকারক সমিতি এবং সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন ও ইমিগ্রেশন লিখিতভাবে জানানো হয়েছে। 

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ নেওয়াজ নিশাত বলেন, ‘শারদীয় দূর্গাপূজায় ভারতীয় চ্যাংরাবান্দা শুল্ক স্টেশন ব্যবসায়ী ও পরিবহণ সংগঠনের দেওয়া পত্রানুযায়ী ০৫ অক্টোবর শনিবার থেকে ১০ অক্টোবর বৃহস্পতিবার আমদানি- রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। এজন্য বুড়িমারী স্থলবন্দরও বন্ধ থাকবে।’

বুড়িমারী ইমিগ্রেশন ইনচার্জ (এসআই) খন্দকার মাহমুদ বলেন, ‘এ সময় বুড়িমারী স্থলবন্দর দিয়ে ব্যবসায়ীদের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও সাধারণ যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।’ 

এ বিষয়ে বুড়িমারী স্থলবন্দর কাস্টমস্ সহকারি কমিশনার (এসি) আব্দুস ছালাম বলেন, ‘ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও এ সময় কাস্টমস্ কার্যালয় খোলা থাকবে।’

জেএম/রাতদিন