দুর্ঘটনা রোধে সৈয়দপুরে অটোরিক্সার এলইডি লাইট ধ্বংস কার্যক্রম শুরু

নীলফামারীর সৈয়দপুরে রিক্সা ও অটোরিক্সার এলইডি বাল্ব (লাইট) ধ্বংস কার্যক্রম শুরু হয়েছে। সপ্তাহব্যাপী শুরু হওয়া এই কর্মসূচিতে গত দুই দিনে শতাধিক যানবাহনে লাগানো ওই সব এলইডি বাল্ব ধ্বংস করা হয়।

শনিবার, ৩০ নভেম্বর নীলফামারী ট্রাফিক পুলিশ বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক আবু নাহিদ পারভেজ চৌধুরীর নেতৃত্বে অভিযান ওই অভিযান শুরু হয়।

রবিবার, ১ ডিসেম্বর সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে চলাচলকারী ব্যাটারি চালিত ও ব্যাটারি বিহীন রিকসা-রিকসাভ্যানসহ অটোরিকসায় অতিরিক্ত লাগানো এলইডি বাল্ব ভেঙ্গে ফেলা হয়।

শহরের শহীদ মৃধা ক্যাপ্টেন শামসুল হুদা (বিমানবন্দর সড়ক), পাঁচমাথা মোড়, শহীদ তুলশীরাম সড়ক মোড় (মদিনা মোড়), পোস্ট অফিস সংলগ্ন থানা মোড় এলাকায় ট্রাফিক পুলিশ বিভাগ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে শহর এবং যানবাহন উপ- পরিদর্শকসহ (ট্রাফিক সার্জেন্ট) ট্রাফিক পুলিশ সদস্যরা অংশ নেন । এদিকে কর্মসূচি শুরু হওয়ায় এসব যানবাহন মালিকদের অনেকেই এলইডি বাল্ব খুলে নিয়েছে।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. আশরাফ কোরায়শী বলেন, ওইসব যানবাহনে এলইডি বাল্ব লাগানোর ফলে তীর্যক আলোয় দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।

ট্রাফিক পুলিশ বিভাগের শহর ও যানবাহন পরিদর্শক আবু নাহিদ পারভেজ চৌধুরী বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ অভিযান শুরু হয়েছে। আগামী এক সপ্তাহ পর্যন্ত চলবে এ কর্মসুচি।

ট্রাফিক পুলিশের এ অভিযানকে  স্বাগত জানিয়েছে সৈয়দপুরের সচেতনমহল।

এনএইচ/রাতদিন