দুর্নীতি থামাতে রংপুরে শপথ গ্রহণ

রংপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে দুর্নীতিতে জড়িয়ে না পড়া ও দুর্নীতি থামাতে শপথ নিয়েছেন সচেতন মহল। এতে জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সাধারণ শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শপথে অংশ নেন।

সোমবার, ৯ ডিসেম্বর দুপুরে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের বটতলা চত্বরে দুর্নীতি বিরোধী এ শপথ বাক্য পাঠ করান জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন।

এদিকে দিবসটি উপলক্ষে সকালে কাচারী বাজার মোড়ে মানববন্ধন সমাবেশ থেকে দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার পাশাপাশি দুর্নীতি রোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

মানবববন্ধন শেষে ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ স্লোগানে দুর্নীতি বিরোধী একটি শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ এনামুল কবির। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খাঁ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, দুদক রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক আব্দুল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সচেতন নাগরিক কমিটির রংপুর সভাপতি সদরুল আলম দুলু।

দুদক রংপুরের উপ-পরিচালক শেখ মেসবাহ উদ্দিনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় অন্যান্যদের বক্তব্য রাখেন আরপিএমপি এডিসি (ট্রাফিক) উজ্জ্বল কুমার রায়, জেলা সিনিয়র তথ্য অফিসার হুমায়ূন কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত সাদিয়া সুমী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন।

এনএ/রাতদিন