দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় বেড়েছে

দেশের মানুষের বার্ষিক মাথাপিছু আয় বেড়েছে। চলতি বছর মানুষের মাথা পিছু আয় (২০১৮-২০১৯ অর্থবছর) ১ হাজার ৯০৯ ডলার। যা আগের বছরে ছিল ১ হাজার ৭৫১ ডলার।

আর (জিডিপি) মোট দেশজ উৎপাদন বেড়ে হয়েছে ৮ দশমিক ১৩ শতাংশ। যা গতবছর প্রবৃদ্ধির এই অংক ছিল ৭ দশমিক ৮৬ শতাংশ।

মঙ্গলবার, ১৯ মার্চ পরিকল্পনা মন্ত্রণালয়ে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়। দেশের সমগ্র প্রকল্পগুলোর বরাদ্দ সেই বৈঠকে  চূড়ান্ত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় সভাপতিত্ব করেন।

অর্থমন্ত্রী বলেন, দেশের সামগ্রিক আর্থিক অবস্থা ভালো হওয়ায় প্রবৃদ্ধি ও মাথাপিছু আয় বেড়েছে। সবখাতে আয় ভালো হয়েছে। শিল্প, বিনিয়োগ, রেমিট্যান্স- সব কিছুর প্রবৃদ্ধি ভালো হয়েছে। প্রবৃদ্ধি ভালো হওয়ায় মাথাপিছু আয়ও বেড়েছে। গত বছর যেখানে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৭৫১ ডলার, তা এখন হয়েছে ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ১৫৮ ডলার।

এমবি/রাতদিন