দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিওভূক্ত হবে: পার্বতীপুরে শিক্ষামন্ত্রী

দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে এমপিও ভুক্ত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

আজ সোমবার, ১৪ মার্চ সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুরের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

আজ তিনি সেখানকার ভবানীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসায় যোগ্য আলিম ও দক্ষ মানবসম্পদ তৈরীতে মাদরাসা শিক্ষকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অংশ নেন।

অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ শিক্ষা বিভাগের সচিব আবু বক্কর সিদ্দিক কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মোঃ কামাল হোসেন এবং ইসলামিয়া আরবী বিশ্ববিদ্যালযরে উপাচার্য প্রফেসর ড.মুহাম্মদ আহসান উল্লাহ।

সমগ্র আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভবানীপুর ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাসান মাসুদ।