দেশের সাংবাদিকরা সাহসী প্রাণ, কর্তব্যপালনে শঙ্কাহীন: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ দেশের সাংবাদিকদের সাহসী প্রাণ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, করোনায় বহু সাংবাদিক মারা গেছে। কয়েকশ’ সাংবাদিক আক্রান্ত হয়েছে। তবুও কাউকে কর্তব্যপালনে শঙ্কিত হতে দেখিনি।

আজ মঙ্গলবার, ১২ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে প্রয়াত সাংবাদিক ও দৈনিক প্রথম আলোর সাবেক যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের জানাজায় অংশগ্রহণ ও কফিনে পুষ্পস্তবক অর্পণের আগে তিনি সাংবাদিকদের একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘ আমি আল্লাহ কাছে প্রার্থনা করি, তার সন্তানদের নিয়ে তিনি যে স্বপ্ন দেখতেন, তা যেন বাস্তবায়িত হয়। আমরা সরকারের পক্ষ থেকে কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সহায়তা করবো। তার পরিবার যেন এই শোক সইতে পারে, আল্লাহর কাছে এই  প্রার্থনা করছি’।

সাংবাদিক, লেখক ও গবেষক মিজানুর রহমান খান সংবিধান, আইন ও মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে তার গবেষণাকর্মের মধ্যে চিরকাল বেঁচে থাকবেন বলে মনে করেন ড. হাছান মাহমুদ।

আরআই/রাতদিন

মতামত দিন