দেশে মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি ছাড়াল

দেশে সংযোগ চালু রয়েছে এরুপ মোবাইল গ্রাহকের সংখ্যা ১৬ কোটি পেরিয়েছে। এপ্রিল মাস শেষে প্রথমবারের মতো এই সংখ্যা ১৬ কোটি পেরুলো। গত এক মাসে কার্যকর সংযোগের সংখ্যা আট লাখ বেড়ে এখন দাঁড়িয়েছে ১৬ কোটি ৫ লাখ ৯০ হাজারে। গত মার্চে এই সংখ্যা ছিল ১৫ কোটি ৯৭ লাখ ৮০ হাজার।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রন কমিশন দেশে কার্যকর সংযোগের যে মাসিক হিসাব প্রকাশ করে থাকে সেখানে এই তথ্য দেখানো হয়েছে।  

বিটিআরসি জানায়, মার্চে কার্যকর মোবাইল সংযোগ বেড়েছিল ১৩ লাখ। যা অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় এপ্রিল মাসের হিসাবে দেখা যাচ্ছে আরও আট লাখ গ্রাহক যুক্ত হয়েছে।

কমিশনের হিসাব মতে, দেশে এখন সবচেয়ে বেশি মোবাইল গ্রাহক রয়েছে গ্রামীণফোনের। তারা এখন সাত কোটি ৪৪ লাখ ৭৩ হাজার কার্যকর সংযোগ নিয়ে শীর্ষ অপারেটর। গতমাসে তাদের নতুন গ্রাহক যুক্ত হয়েছে চার লাখ।

অন্যদিকে দ্বিতীয় অবস্থানে থাকা রবি এপ্রিলে দুই লাখ গ্রাহক যুক্ত করে হয়েছে চার কোটি ৭৫ লাখ ৭৪ হাজার সংযোগ।

বাংলালিংকের রয়েছে তিন কোটি ৪৫ লাখ ৪৭ হাজার। দেশের একমাত্র সরকারি মোবাইল অপারেটর টেলিটকের সংযোগ আবারও কমে দাঁড়িয়েছে ৩৯ লাখ ৯৫ হাজারে।

প্রসংগত, বিটিআরসি সর্বশেষ ৯০ দিনের মধ্যে ব্যবহৃত যেকোন সিমকে সক্রিয় অপারেটর হিসেবে ধরে থাকে।

জেএম/রাতদিন