দোকানে কর্মচারীকে উদ্দেশ্য করে কাশি, সন্ত্রাসবাদের মামলা গ্রাহকের বিরুদ্ধে

বর্তমান বিশ্বে মূর্তিমান আতঙ্কের নাম করোনাভাইরাস ৷ পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, কারোর কাশি হলে সেটা একটি বড় অপরাধ হিসেবে দেখা হচ্ছে ৷ সম্প্রতি যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি সুপারমার্কেটের কর্মচারীর সামনে কেশে ফেলেছিলেন। আর তাই তার বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগে মামলা করা হয়েছে।

এ ঘটনা ঘটে আমেরিকার নিউজার্সি শহরে । কাশি হওয়ার পর তিনি জানান যে করোনা ভাইরাসে আক্রান্ত তিনি ৷ এরপর প্রশাসন ওই ব্যক্তির ওপর সন্ত্রাসবাদী হামলার মামলা করেছে ৷

অভিযুক্ত ব্যক্তির নাম জর্জ ফাল্কন ৷ বয়স প্রায় ৫০ বছর ৷ সন্ত্রাসবাদী হামলার সম্ভাবনার পাশাপাশি আরও একাধিক মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে৷ অভিযুক্ত জর্জ অবশ্য তার উপর আনা সব অভিযোগ অস্বীকার করেছেন৷ ফাল্কন জানান, তিনি করোনায় আক্রান্ত নন এবং তিনি কারো সামনে কাশেননি।

গত রোববার নিউজার্সির সুপারমার্কেটে খাওয়ার জিনিপত্রের সামনে দাঁড়িয়েছিলেন ৷ সেখানের এক কর্মচারী তাকে দূরে সরে দাঁড়াতে বললে তিনি সেই কর্মচারীর দিকে ঝুঁকে পড়ে কেশে দেন ৷ সূত্র: নিউজ ১৮।