ধর্ষণ-নারী নির্যাতনের প্রতিবাদে গঙ্গাচড়ায় মানববন্ধন, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবী

সারাদেশে ক্রমবর্ধমান নারী নির্যাতন, ধর্ষন ও যৌননিপীড়নের প্রতিবাদে এবং নারীর প্রতি সকল ধরনের সহিংসতা বন্ধের দাবিতে রংপুরের গঙ্গাচড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধন আয়োজন করা হয়।

শনিবার, ১০ অক্টোবর বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গঙ্গাচড়া বাজারের জিরো পয়েন্টে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিক (সুজন)সহ আরও বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন যৌথভাবে এই কর্মসূচী আয়োজন করে। এদের মধ্যে বিকাশিত নারী নেটওয়ার্ক, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসী ফোরাম ও ইয়ুথ এন্ডিং হাঙ্গার উল্লেখযোগ্য।

মানববন্ধনে বক্তব্য রাখেন নারীনেত্রী নিলুফা বেগম, সুজন’র সাংগঠনিক সম্পাদক খাদিমুল ইসলাম ইমন, কোলকোন্দ ইউনিয়ন আওয়ামী যুব লীগের সভাপতি সাহেদুর রহমান মনা, সমাজ সেবক আব্দুল হালিম. ইয়ুথ লিডার আসাদুজ্জামান বাপ্পী প্রমূখ।

এসময় নেতৃবৃন্দ সামাজিক এই অনাচার রোধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড ঘোষণার জোর দাবী জানান।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উপজেলা সমন্বয়কারী শামসুদ্দীন।

মানববন্ধনে আয়োজকরা ছাড়াও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ সাধারন মানুুষ অংশগ্রহন করেন।

জেএম/রাতদিন