ধাক্কায় ভ্যানচালকের প্রাণ নিয়ে অক্ষত ছাগল!

ছাগলের ধাক্কায় মারা গেছেন গোফফার সাখিদার (৫৬) নামের এক ভ্যানচালক। গতকাল রোববার, ১৩ সেপ্টেম্বর বিকালে এ ঘটনা ঘটে। আজ সোমবার নিহত ভ্যানচালকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

গতকাল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ইটাখোলা বাজার পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকাল ৩টায় ইটাখোলা পল্লী বিদ্যুৎ সাবস্টেশনের সামনে রাস্তার ওপরে থাকা ছাগলের সঙ্গে ব্যাটারিচালিত অটোভ্যানের ধাক্কা লাগে। এতে ভ্যানচালক গোফফার সাখিদার (৫৬) নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় পড়ে গেলে মাথা ফেটে রক্ত ঝড়তে থাকে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ক্ষেতলাল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

জানা গেছে, ছাগলের সাথে ধাক্কা লেগে ভ্যানচালক মারা গেলেও অক্ষত রয়েছে ছাগলটি।

বড়াইল ইউপি চেয়ারম্যান আবু রাশেদ আলমগীর জানায়, নিহত ভ্যানচালক গোফফার সাখিদার উপজেলার বিনাই গ্রামের বাসিন্দা। তিনি তিন কন্যাসন্তানের জনক।

এবি/রাতদিন