ধারাবাহিক ব্যর্থতায় বাংলাদেশের সিরিজ হার

ওয়ানডে সিরিজে এখনো এক ম্যাচ বাকি। তাতেই সিরিজ হারলো বাংলাদেশ। আজ শনিবার, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয়ে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিল কিউইরা।

টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠান কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ৫০ ওভারের ২ বল বাকি থাকতে সব উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ দাড়ায় ২২৬ রান।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। ইনিংসের তৃতীয় ওভারেই বিদায় নেন লিটন দাস। সপ্তম ওভারে তামিম বিদায় নেন ৫ রান করে। মাঝে সৌম্য সরকার (২২) ও মুশফিক (২৪) চেষ্টা করেও ইনিংস দীর্ঘায়িত করতে পারেননি।

আগের ম্যাচের মতো এবারও একাই প্রতিরোধ গড়ে তোলেন মোহাম্মদ মিঠুন। ৬৯ বল খেলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৫৭ রান। দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩ রান এসেছে সাব্বির রহমানের ব্যাট থেকে।

জবাবে ২২৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই উইকেট হারিয়ে সহজ জয় তুলে নেয় স্বাগতিকরা। নিউজিল্যান্ডের পক্ষে ৮৮ বলে ১১৮ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন মার্টিন গাপটিল । গাপটিলের ঝড়ো সেঞ্চুরি কিউইদের জয় এনে দেয় ৮৩ বল বাকি রেখেই।

বাংলাদেশের পক্ষে দুটি উইকেটই পেয়েছেন মোস্তাফিজ।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ৪৯.৪ ওভারে ২২৬ (তামিম ৫, লিটন ১, সৌম্য ২২, মুশফিক ২৪, মিঠুন ৫৭, মাহমুদউল্লাহ ৭, সাব্বির ৪৩, মিরাজ ১৬, সাইফ ১০, মাশরাফি ১৩, মুস্তাফিজ ৫*; হেনরি ১০-২-৩০-১, বোল্ট ১০-১-৪৯-১, ডি গ্র্যান্ডহোম ৪-০-২৫-১, ফার্গুসন ১০-০-৪৩-৩, অ্যাস্টল ১০-০-৫২-২, নিশাম ৫.৪-০-২১-২)।

নিউ জিল্যান্ড: ৩৬.১ ওভারে ২২৯/২ (গাপটিল ১১৮, নিকোলস ১৪, উইলিয়ামসন ৬৫*, টেইলর ২১*; মাশরাফি ৬-০-৩৭-০, সাইফ ৬-০-৪৪-০, মিরাজ ৭.১-০-৪২-০, মুস্তাফিজ ৯-০-৪২-২, সাব্বির ৪-০-২৮-০, সৌম্য ১-০-১০-০, মাহমুদউল্লাহ ৩-০-২৫-০)।

আরআই/রাতদিন