নতুন ধরনের ১০০ টাকার নোট বাজারে আসছে

আগামী বৃহস্পতিবার, ৭ মার্চ থেকে নতুন ১০০ টাকা মূল্যমানের নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। ওইদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরবর্তী সময়ে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য শাখা থেকে এই নোট ইস্যু করা হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, উচ্চ মূল্যমানের ব্যাংক নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করার লক্ষ্যে এ পরিবর্তন আনা হচ্ছে। উন্নতমানের কোটিংকৃত ১০০% কটন কাগজে মুদ্রিত এই নোটটি দীর্ঘস্থায়ী হবে। ইউভি কিউরিং ভার্নিশযুক্ত করে ১০০মিমি X ৬২ মিমি মাপের এই নোটটিতে থাকবে গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর।

নতুন এই নোটটির ডিজাইন ও রংয়ে কোন পরিবর্তন করা হয়নি। তবে এর উভয় পৃষ্ঠে ভার্নিশের প্রলেপ সংযোজন করায় এটি আগের মতো খসখসে না হয়ে অনেকটা পিচ্ছিল মনে হবে।

এর ফলে নোটটি চকচকে দেখাবে, ময়লা কম হবে এবং এর উপরে কলম দিয়ে লেখা কঠিন হবে।

বর্তমানে বাজারে চালু থাকা ১০০ টাকার নোটের অন্যান্য সকল নিরাপত্তা বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। এবং নতুন নোটের পাশাপাশি পুরনো নোটও বৈধ হিসাবে বাজারে চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।