নানীকে সমাহিত করে ফেরার পথে সড়কে প্রাণ গেল সমাজসেবা কর্মকর্তার

ছবি : সংগৃহীত
0

লালমনিরহাটের আদিতমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম শরিফ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার, ৫ জানুয়ারি  সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতুতে  এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরতর আহত ওই কর্মকর্তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লালমনিরহাট সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোশাররফ হোসেন এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আদিতমারী উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, নানীর মৃত্যুর খবরে গত বৃহস্পতিবার শরিফ ছুটি নিয়ে রংপুরের মিঠাপুকুরের গ্রামের বাড়ি যান। এরপর নানীকে সমাহিত করে সন্ধ্যার দিকে মোটরসাইকেলে কর্মস্থলে ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। রোববার তার অফিস করার কথা ছিল।

এ সম্পর্কিত আরও খবর...
ছবি : নিহতের ফেসবুক পেজ থেকে

জানা গেছে, বাড়ি থেকে গঙ্গাচড়া শেখ হাসিনা সেতু হয়ে কর্মস্থলে ফেরার পথে সেতুর ওপর একটি তিন চাকার ‘জেএসএ’ শরিফুলের মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

নিহত শরিফুল ইসলাম ৩৫ তম বিসিএস এর নন ক্যাডার হিসেবে সমাজসেবা কর্মকর্তা পদে ২০১৬ সালে যোগ দিয়েছিলেন। পারিবারিক জীবনে তিনি অবিবাহিত ছিলেন

এদিকে সহকর্মীর মৃত্যুর খবরে সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীসহ লালমনিরহাট জেলা প্রশাসনে শোকের ছায়া নেমে এসেছে।

মতামত দিন