নারী সহকর্মীর সাথে বৈঠকে ভয় পাচ্ছেন পুরুষ বস

হ্যাশট্যাগ মিটু পরবর্তী যুগে নারী সহকর্মীদের সঙ্গে একা বৈঠক করতে ভয় পাচ্ছেন ম্যানেজার পদে থাকা পুরুষ বসরা। এ তথ্য দিয়েছেন ফেইসবুকের চিফ অপারেটিং অফিসার শেরিল স্যান্ডবার্গ।

শেরিল স্যান্ডবার্গের লিনইন নামের একটি সংস্থা রয়েছে। সংস্থাটিতে নারী-পুরুষের বৈষম্য নিয়ে কাজ করা হয়। সেখান থেকে প্রকাশিত এক গবেষণায় এসব তথ্য পাওয়া যায়।

গবেষণার জরিপে জানা যায়, ৬০ শতাংশ পুরুষ একা কোনো নারী সহকর্মীর সঙ্গে বৈঠকে করতে কিংবা অফিশিয়াল ট্যুরে একসঙ্গে যেতে চান না। বিষয়টি কেমন দেখাবে বা কোনো ঝামেলা হবে কিনা তা নিয়ে পুরুষ বসদের মধ্যে দ্বিধা কাজ করে।

এতে নারী কর্মীরা কর্মক্ষেত্রে যথাযথ গাইডেন্স পাচ্ছেন না। ফলে পুরুষ সহকর্মীদের তুলনায় তারা পদোন্নতিও কম পাচ্ছেন।

এ বিষয়ে শেরিলের ভাষ্য, মিথ্যা অভিযোগে জড়িয়ে পড়ার ভয় থাকলে বৈঠকগুলো জনসমাগম বেশি এমন জায়গায় আয়োজন করা যেতে পারে। এক্ষেত্রে সবার জন্য একবারে গ্রুপ লাঞ্চের ব্যবস্থা করা যেতে পারে।

প্রসংগত, গত বছর অনেক নারী কর্মক্ষেত্রে যৌন হয়রানির কথা প্রকাশ্যে আনেন। নারী নির্যাতন ও যৌন নির্যাতনের বিরুদ্ধে একাত্মতা প্রকাশ করে টুইটারে শুরু হয় হ্যাশট্যাগ মিটু আন্দোলন।

আরআই/রাতদিন