নাসায় চাকরি পেলেন নীলফামারীর চয়ন

ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনে (নাসা) চাকরি পেয়েছেন নীলফামারীর ছেলে এরশাদ কবির চয়ন (২৯)।

আগামী ৭ মার্চ তথ্য প্রকৌশলী হিসেবে নাসায় তার যোগ দেওয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি থেকে তথ্যবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে নাসার আরলিংটন ভার্জিনিয়ার কার্যালয়ে যোগ দিচ্ছেন তিনি।

চয়নের বাড়ি নীলফামারীর কলেজপাড়া এলাকায়। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী মো. খতিব উদ্দিন সরকারের ছেলে।

খতিব উদ্দিন জানান, ডাইভারসিটি ভিসায় (ডিভি) সুযোগ পেয়ে ১৯৯৫ সালে তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় যান। পরে ২০০১ সালে সাত বছরের ছেলে চয়নসহ স্ত্রী অফিজাকে নিয়ে যান।

যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষ করে নাসায় কাজের সুযোগ পেলেন চয়ন।