না ফেরার দেশে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন দল বিজেপির নেতা সুষমা স্বরাজ আর নেই। মঙ্গলবার, ৬ আগষ্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি ।

সুষমা স্বরাজ হৃদরোগে আক্রান্ত হলে আজ রাত নয়টার পর স্বজনেরা তাঁকে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) নিয়ে যান বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এআইআইএমএসের পক্ষ থেকে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৭ বছর।

সুষমার মৃত্যুর খবরে বিজেপির জ্যেষ্ঠ নেতা রাজনাথ সিং, নিতিন গড়কারিসহ অনেকেই এআইআইএমএসে যান।

আজ সন্ধ্যায় তিনি টুইট করে কাশ্মীর বিষয়ে নতুন সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা জানান। তিনি বলেছিলেন, নরেন্দ্র মোদি সরকার কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে তা তার জীবনের চাওয়া ছিল।

এ ধরনের একটি দিনের জন্য তিনি সারা জীবন অপেক্ষা করেছিলেন বলে ওই টুইটে উল্লেখ করেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

জেএম/রাতদিন